অনিমেষ চক্রবর্তী, বড়খলা, ২৯ এপ্রিল : এবার অরোণোদয় প্রকল্পের তালিকায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উপ সভাপতি লিয়াকত হুসেন লস্কর।
শনিবার বুড়িবাইলের নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে বুড়িবাইল জিপির অরোণোদয় প্রকল্পের তালিকা বাতিল করে উপযুক্ত হিতাধিকারীদের বাছাই করে নতুন তালিকা প্রকশের দাবি জানান তিনি।
লিয়াকত বলেন অরোণোদয় প্রকল্পের সরকারি গাইড লাইনকে সম্পূর্ণ উপেক্ষা করে তালিকা প্রস্তুত করা হয়েছে।
এতে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে যাদের গাড়ি-বাড়ি, সরকারি চাকরিজীবি, পেনশন প্রাপ্তদের স্ত্রীদের নামও রয়েছে।
এছাড়া এক একটি পরিবারে দুই থেকে তিন জনের নামও রয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন অরোণোদয় প্রকল্পের দুর্নীতি নিয়ে বুড়িবাইল জিপিতে চাপা উত্তেজনা বিরাজ করছে।
তৃণমূল কংগ্রেস নেতা লিয়াকত হুসেন লস্কর বুড়িবাইল জিপির অরোণোদয় প্রকল্পের প্রকাশিত তালিকা বাতিল করে সরজমিনে তদন্তক্রমে নতুন করে হিতাধিকারী বাছাইয়ের দাবি জানান।
এব্যাপারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মা ও কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা’র হস্তক্ষেপ কামনা করেছেন। এতে কাজ না হলে জিপির জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন, এমনকি প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন লিয়াকত।