অনিমেষ চক্রবর্তী, বড়খলা : এজিপি যেভাবে বিজেপির একটি টিম হয়ে কাজ করছে ঠিক তেমন ভাবে বিজেপির চর হয়ে বড়খলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করে চলেছেন তৃণমূলনেত্রী সুস্মিতা দেব।
কংগ্রেস নেতা দিলোওয়ার হোসেন লস্কর প্রাক্তন কংগ্রেস তথা বর্তমান তৃণমূলনেত্রী সুস্মিতা দেবকে রবিবার এভাবেই আক্রমণ করেন।
তিনি বলেন, বিগত কয়েকদিন থেকে তৃনমূলনেত্রী সাংসদ সুস্মিতা দেবকে কাছাড় জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিক ব্যবহার করে কিছু লোক জমিয়ে সভা-সমিতি করতে দেখা যাচ্ছে।
এই সভাগুলোতে তার প্রাক্তন দল কংগ্রেসকে টার্গেট করছেন, অথচ বিজেপির বিরুদ্ধে তৃণমূলনেত্রী সুস্মিতা দেবের মুখে কোন শব্দ নেই বলে কংগ্রেস নেতা দিলোওয়ার কঠোর সমালোচনা করেন।
রবিবার গণ আওয়াজ-এর সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিলোয়ার হুসেন লস্কর বলেন, সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী।
তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচন কমিশন তৃণমূল কগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি বাতিল করা সত্ত্বেও কাছাড়ে তিনি তৃণমূলের প্রতিক নিয়ে সভা সমিতি করছেন কি ভাবে?
নিজের দলের অস্তিত্ব হারিয়ে বিজেপির বিটিম হিসেবে কাজ করে মানুষকে ধোঁকা দিচ্ছেন না তো?
কংগ্রেস নেতা দিলোয়ার নাম না নিয়ে সুস্মিতাকে একের পর এক আক্রমণ করে বলেন, আসামের মূখ্যমন্ত্রীর সাথে গোপন সম্পর্ক রেখে বিগত ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের ভরা কলস ডুবিয়েছিলেন এই তৃনমুলনেত্রী।
এবার কাছাড়েও কি রাজ্য এবং কেন্দ্রের শাসক দল বিজেপির ইঙ্গিতে তৃণমূলের পতন ডেকে আনতে দলের ধ্বজ ব্যবহার করে সভা সমিতিও করছেন?
দিলোয়ার তৃণমূল কংগ্রেসের মুখোসধারী নেত্রী সুস্মিতাকে চ্যলেঞ্জ করে বলেন, সাহস থাকলে সভা সমিতি করে বিজেপির কোন এক কর্মী তৃনমূলে যোগদান করে দেখান?
এভাবে তৃণমূল নেত্রী সুস্মিতাকে আক্রমণ করতে গিয়ে এক সময় চটে লাল হয়ে উঠেন যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিলোয়ার হুসেন লস্কর।