আবারও ধর্মনগর পুলিস সুপারের নেতৃত্বে চুরাইবাড়িতে উদ্ধার সত্তর লক্ষাধিক টাকার গাঁজা, ধৃত দুই

Spread the love

রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর, গণ আওয়াজ : উত্তর জেলার পুলিস সুপারের চেয়ারে বসেই একের পর এক নেশা বিরোধী অভিযান সংঘটিত করে মাদক পাচারকারীদের মধ্যে কম্পন ধরালেন ভানুপদ চক্রবর্তী।

এককথায় নেশা কারবারীদের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করেছেন খোদ পুলিস সুপার।

অনুরূপ পুলিস সুপারের কাছে গোপন খবর ছিল রাজ্য থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে শুকনো গাঁজা নিয়ে যাওয়া হবে।

সেই খবরের উপর ভিত্তি করে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ পুলিস সুপারের নেতৃত্বে চুরাইবাড়ি থানার সামনের নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে NL02Q- 496 নম্বরের একটি দশ চাকার লরি দাঁড় করায় স্থানীয় থানার পুলিস।

এই লরিতে তল্লাশি চালিয়ে লরির ক্যাপের পেছনের গোপন কক্ষ থেকে ৪৮টি প্যাকেটে মোট ৪৫৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিস।

সাথে আটক করা হয় লরি চালক মনিষ কুমার (২৭) ও সহ চালক অজয় কুমার (১৭) কে।

উভয়ের বাড়ি বিহারের গয়ার নিমচাক এলাকায় বলে জানা গেছে।

 এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, তাঁর কাছে গোপন খবর ছিল।

আর সেই খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য।

উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক সত্তর লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই পাচারকান্ডে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে। বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানা গেছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token