অনিমেষ চক্রবর্ত্তী বড়খলা ১০মে বুধবারঃ বড়খলা সবুজ সংঘ কমিউনিটি সেণ্টারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তি ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়।
এদিন বিকাল ৪ ঘটিকায় কবিগুরুর প্রতিকৃতিতে প্রদ্বীপ প্রজ্জ্বলন, মাল্যদান, পুস্পার্ঘ অর্পণ করেন সভাপতি অসিম দেলস্কর, সম্পাদক গৌতম ধরচৌধুরী, আমন্ত্রিত অতিথি সহ কমিউনিটি সেণ্টারের সদস্য-সদস্যারা।
সমবেত সংগীত পরিবেশন করেন অসিম দেবলস্ক সহ শিল্পিরা। এদিন অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন অসিম দেবলস্কর।
পরে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ডঃ অমিত কালোয়ারকে বরণ করেন কমিউনিটি সেন্টারের প্রচার সচিব অনিমেষ চক্রবর্ত্তী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জারইলাতা জিপি সভানেত্রী রুমিরানী নাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব সুভাষ দেবলস্কর, বড়খলা প্রাক্তন জিপি সভানেত্রী স্বপ্না দাস।
কবিগুরুর জন্মজয়ন্তী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সবুজ সংঘের সভাপতি অসিম দেবলস্কর।
বিশ্ব কবি রবীন্দ্র নাথঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত অন্যান্য অতিথিরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ডঃ অমিত কালোয়ার বলেন, কবিগুরু ছিলেন নোভেল জয়ি।
তিনি ছিলেন এক বটবৃক্ষ, তাঁর সম্পর্কে আলোকপাত করে বলেন ছোট ছোট বাচ্ছারাও রবিঠাকুরের সংগীত কবিতা রবীন্দ্র নৃত্য করার আগ্রহ রাখেন।
জন্মজয়ন্তি অনুষ্টানে রবিঠাকুরের কবিতা পাঠ করেন অষ্টমী দাস, সুমিত্রা সাউ, রুপসী দত্ত, স্বপ্না দাস।
সংগীত পরিবেশন করেন অষ্টমী দাস, রুপসী দত্ত, উপাসনা ধরচৌধুরী, রুপালী দাস, রিয়া দাস, সুভাষ দেবলস্কর ও নিরুপম চক্রবর্ত্তী।
তবলায় ছিলেন নিলেশ চক্রবর্তী, নৃত্য পরিবেশন করেন তুনুশ্রী দাস, রাধীকা দাস, ঋতু দেব সহ অন্যান্য। গোটা অনুষ্টানটি পরিচালনায় ছিলেন দিপু মালাকার মনিশংকর চৌধুরী। এদিনের রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই সামাজিক সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।