নিউজ ডেক্স, গণআওয়াজ : শিলচর লোকসভায় শেষ পর্যন্ত পরিমল শুক্লবৈদ্যেকেই প্রার্থী করল বিজেপি।
ডিলিমিটেশনে শিলচর লোকসভা অনুসুচিত জাতী সংরক্ষিত হওয়ার পর থেকেই পরিমলের উপর দলের চাপ ছিল।
কিন্তু তিনি রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে কোন মতেই লোকসভায় প্রার্থী হতে চাননি বলে বিভিন্ন সময় তার ঘনিষ্ঠ মহল থেকে শোনা যায়।
কিন্তু তাঁকে লোকসভায় প্রার্থী করতে পিছু ছাড়েননি লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিধায়ক কৌশিক মন্ত্রী হওয়ার স্বপ্নে পরিমলকে লোকসভায় পাঠিয়ে নিজের পথ পরিষ্কার করতে তৎপর হয়ে উঠেন।
পরিমলের নাম শিলচর লোকসভায় প্রার্থী হিসাবে ঘোষণা করায় কৌশিক রাজ্যে মন্ত্রী হওয়ার ক্ষেত্রে এখন একধাপ এগিয়ে।
আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে পরিমল শুক্লবৈদ্যের নাম শিলচর লোকসভায় প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।
সূত্রের খবর, এরজন্য বিধায়ক কৌশিকে অনেক পরিশ্রম করতে হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাহায্য নিতে হয়েছে।
এদিকে করিমগঞ্জ থেকে পুনরায় মনোনয়ন পেয়েছন হিমিন্ত বিশ্ব শর্মা ঘনিষ্ঠ সাংসদ কৃপানাথ মালা।
উল্লেখ্য যে, বিজেপি প্রথম তালিকায় দেশের বিভিন্ন রাজ্য থেকে আজ ১৯৫ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এরমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও রয়েছে, তিনি বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।