বিশ্বজিৎ দাস, ১০ মে : লক্ষ্মীপুর বিধানসভার চেংজু্র জিপির সচিব রতিস ধরকে গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জিপির জনগণকে।
এনিয়ে বুধবার বোয়ালি চেংজুর জিপির জনণণকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বোয়ালি চেংজুর জিপির সভানেত্রী অনিতা কানুর স্বামী প্রদীপ কানু, প্রাক্তন জিপি সভাপতি জহর লাল ঘোষ, বাগান পঞ্চায়েত কিশন লাল গোয়ালা, রাজেন্দ্র কুমার অমিত সিং, জগং গোয়ালা, মঙ্গল সিং, সামনাথ রবিদাশ গোপাল ঘাটোয়ার, মানিক উদ্দিন, শামসুল হক সহ অনেকেই।
পরে বোয়ালি চেংজুর জিপির জনগণ সাংবাদিকদেরকে জানান পঞ্চায়েত নির্বাচনের চার পাঁচ বছর পেরিয়ে গেল, কিন্তু বোয়ালি চেংজুর জিপির এ পি সদস্য তথা ব্লক সভাপতি শ্যামলাল তাঁতি জিপিতে আসা তো দূরের কথা জনগণের সাথে একবার দেখাও করেননি।
উল্লেখ্য যে কয়েক দিন আগে শ্যামলাল তাঁতি, বিনয় নন্দী, তম্ভা সিং বোয়ালি চেংজুর জিপির সচিব রতিস ধরের বিরুদ্ধে জিপির দুর্নীতি নিয়ে লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এই ৩০ এপ্রিল জিপি সচিব রতিস ধরকে লক্ষ্মীপুর পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। এদিকে বোয়ালি চেংজুর জিপির সভানেত্রী অনিতা কানুর স্বামী প্রদীপ কানু জানিয়েছেন, এ পি সদস্য শ্যামলাল তাঁতি যে অভিযোগে জিপি সচিবের বিরুদ্ধে মামলা করেছেন এই স্কিম গুলো সরকার থেকে বরাদ্দই হয়নি।