টেপে জল ছাড়াই উদ্বোধন! বড়খলা হাসপাতালে আজব কাণ্ড, দোষারোপ-পাল্টা দোষারোপে হাস্যকর পরিস্থি

Spread the love

অনিমেষ চক্রবর্তী, বড়খলা : বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিশুদ্ধ পানিয় জলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বুধবার।

ফিপটিন ফাইনেন্সের দ্বিতীয় দফার বরাদ্দ তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জলের পাম্পের এই উদ্বোধনি অনুষ্ঠানে ভিড় জমান রাজনীতির বেপারীরা

উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য কেন্দ্রের কনফারেন্স হলে।

বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বড়খলার সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, ব্লকের বিডিও এইচ পি ফার্নাণডেজ, ব্লক সভানেত্রী সবিতা দাস, এপি সদস্য শিবুচন্দ্র দাস স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ গৌতম বনিক।

উপস্থিত প্রত্যেক অতিথিদেরকে গামছা দিয়ে বরন করা হয়, চিকিৎসাকেন্দ্রে পানিয় জলের সুব্যবস্থা হয়েছে বলে বক্তারা নিজেরাই সাধুবাদের ঝাড় তুলেন।

হাসপাতালের ইনচার্জ ডাঃ গৌতম বনিক বিভিন্ন সমস্যা তুলে ধরে জানান হাস্পাতালের লেবর্রটারির সরঞ্জাম গৌহাটী থেকে আসার পথে।

কিন্ত এগুলো কোথায় রাখা হবে সে নিয়ে তাঁর চিন্তার কথা তুলে ধরে জানান হাসপাতালের লেবার রুম সহ কয়েকটি রুমে বৃষ্টির সময় জল পড়ে, এতে এই মেশেনগুলি নষ্ট হওয়ার আশংকা প্রকাশ করেন।

ডাঃ গৌতম জানান হাসপাতালে এখন ১৯ টি টেষ্ট করা হয়, এই মেশিন আসার পর ত্রিশটি টেষ্ট করা যাবে যার ফলে রোগীদেরকে আর বাইরে গিয়ে টেস্ট করাতে হবে না।

তাই এব্যাপারে বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন ডাঃ গৌতম বনিক।

হাসপাতালের জলের ব্যবস্থা হয়েছে বলে এপি সদস্য শিবু চন্দ্র দাস, সাংসদ প্রতিনিধি, বিধায়ক সহ অন্যান্য রাজনীতির বেপারীরা প্রশংসা কুড়াতে ছাড়েন নি।

কিন্ত আজব কাণ্ড ঘটে তখনই যখন তারা জলের টেপে হাত দেন তখন।

বিধায়ক, বিডিও, সাংসদ প্রতিনিধি সহ অন্যান্যরা জলের টেপে হাত দিয়ে পানিয় জল ছাড়তে গেলে এক হাস্যকর ঘটনায়র রূপ নেয়।

টেপে জল নেই টেপে জল নেই একজন অন্যজনকে দোষারোপ করতে থাকেন।

বিধায়ক প্রতিপক্ষকে খুছা মেরে বলেন ১১০০ মিঃপাইপ দিয়ে কি হবে যদি জল না থাকে? এভাবে দীর্ঘসময় যারা প্রশংসা কুড়াতে ব্যস্ত ছিলেন, তারাই পরে একে অন্যকে খুছা-খুছি করতে ব্যস্ত হয়ে উঠেন।

পরে এদিন বড়খলা থানায় ফিপটিন ফাইনেন্সের সেকেণ্ড ইনষ্টুলমেণ্টের তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অপর একটি বিশুদ্ধ পানিয় জলের পাম্প উদ্বোধন করা হয়।

 বিধায়ক জলের পাম্প উদ্বোধন করার সময় বিজেপির সাংসদ প্রতিনিধিকে আক্রমণ করেন, তিনি এমন কি জিপি সভাপতিকে ছেড়েন নি।

তবে প্রশংসা করেন এ পি সদস্য শিবু চন্দ্র দাস ও ব্লক সভানেত্রী সবিতা দাসের। বলেন তাদের প্রচেষ্টায় আজ দুটি জরুরী স্থানে বিশুদ্ধ পানিয় জল পৌঁছালো।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token