সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৫ মে : বিশ্বায়নের যুগে ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে যেভাবে শিক্ষা দান পদ্ধতি চলছে তাতে মানুষ কারিগরি বিদ্যার দিকেই ধাবিত হচ্ছে বেশী।
সাহিত্য সংস্কৃতি নিয়ে বর্তমান প্রজন্মকে উদ্বোদ্ধ হতে তেমন দেখা যায় না। এমনই এক সময় করিমগঞ্জ জেলার আনিপুর আদর্শ বিদ্যানিকেতনে সাড়ম্বরে আয়োজন করা হলো কবি সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের কবিতা রচনায় উদ্বোদ্ধ করতে উত্তরীয় এবং নগদ অর্থ সহ নানা প্রকার মূল্যবান সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
উল্লেখ্য যে বিদ্যালয়ে উন্নত মানের শৈক্ষিক পরিবেশের সাথে সাথে সাহিত্য ও সংস্কৃতির পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করে প্রথম দৃষ্টান্ত স্থাপন করলো এই বিদ্যালয়।
চান্নিঘাট হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সংস্কৃতিবান ব্যক্তিত্ব বিজিত মুখার্জির প্রচেষ্টায় স্কুলটির দিন দিন উন্নতি হচ্ছে বলে জানান পরিচালক বুলবুল আহমেদ বাঙ্গাল।
এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত মুখার্জির পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এই কবি সংবর্ধনা অনুষ্ঠান।
বিদ্যালয়ের এক ছাত্রী বিনীতা সিনহার দুটি কবিতা সোসিয়েল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তাকে কেন্দ্র করে এই সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
এদিন আমন্ত্রিত কবিদের মধ্যে আনিপুরের কবি তাপস পাল, রাতাবাড়ির কবি আনোয়ার হোসেন, আছিমগঞ্জ- পাথারকান্দির কবি আছাব উদ্দিন, কবি এ এইচ হুসেন আহমেদ, কবি ফণি গোপাল নাথ ও কবি মনোজ কুমার রায়কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
এর পর ছোট্ট ছোট্ট কবিদের পুরস্কৃত করেন আমন্ত্রিত কবিগণ।
অতি অল্পদিনের মধ্যে বড়দের পাশাপাশি এসব ক্ষুদে লেখক দেরও উৎসাহ দানের জন্য সংবর্ধনা জ্ঞাপনের ব্যবস্থা করবেন বলে জানান কবি আছাব উদ্দিন।
সেই সাথে এ অঞ্চলের বিশিষ্ট সাহিত্যিক আব্দুল খালিক বাঙ্গালকে ও সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
শিশু কবিদের মধ্যে কবিতা পাঠে অংশ নেন কবি শর্মিষ্ঠা সিনহা, ছন্দবীণা পাল, তন্ময় পাল, মজিদা বেগম, নাজিয়া ফেরদৌস, গুড্ডি পাল, অনিমা আক্তার এবং তরুণ কবি জবরুল হক এবং পরিচালক বুলবুল আহমেদ বাঙ্গাল।
এদিন স্বাগত ভাষন দান করেন শিক্ষক মনিরুল হাসান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক বিশ্বরাজ দত্ত। সব শেষে সভাপতির ভাষনের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।