সুপ্রিয় পাল,দুল্লভছড়া, ১৪ মে : উৎসাহ উদ্দীপনায় দুল্লভছড়ার পার্শ্ববর্তী কালাছড়া ছনটিলায় আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম জয়ন্তী পালিত হয়।
জানাযায় যে বিশেষ অসুবিধার কারণে ২০০৪ সালে স্থাপিত রবীন্দ্রনাথ সরস্বতী বিদ্যানিকেতনে নির্দিষ্ট দিনটিতে পালন করা হয়নি।
তবে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উৎসাহের কারণেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আজ পালিত হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি নাথ। এরপর একে একে স্কুল শিক্ষকদের বরণ করে স্কুল পড়ুয়ারা।
স্কুল পড়ুয়াদের পক্ষ থেকে গান, নিত্য, আবৃত্তি, সহ বিশ্বকবির জীবনাদর্শ নিয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে কচিকাঁচাদের উৎসাহ প্রদানে স্থানীয়দের উপস্থিতি ছিল দৃষ্টি আকর্ষণ করার মত। সকাল অনুমানিক দশটা থেকে আরম্ভ হওয়া অনুষ্ঠানটি বিকেল পাঁচটায় সম্পন্ন হয়।
তাছাড়া অনুষ্ঠানে অন্যান স্কুল সহ উক্ত বিদ্যানিকেতনের ৫৫ জন পড়ূয়া অংশ গ্রহন করে, এর মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থান দখল কারিদের মধ্যে বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়।
বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক প্রতুল চন্দ্র নাথ, সুনিল চন্দ্র দাস, প্রানতোষ দাস, জ্যোতির্ময় নাথ,সন্দীপ নাথ, প্রণিল কান্তি নাথ, প্রনব নাথ, মিহির কান্তি নাথ, সহ অন্যান্যরা।