রামকৃষ্ণনগর জুয়েলারিতে চোরের হানা, দিন দুপুরে হাতিয়ে নিল পাঁচ লক্ষাধিক টাকার সোনা-রূপা!

Spread the love

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ১৭মে : একের পর এক চুরি কাণ্ডে আগে থেকেই আতঙ্কে রয়েছেন রামকৃষ্ণনগর বাসী।

এবার চুরি গ্রামে গঞ্জে নয়, একেবারে মাজ শহরেই সংঘটিত হয়েছে।

সাত সকালেই চুরের দল জুয়েলারি থেকে হাতিয়ে নিল পাঁচ লক্ষাধিক টাকার সোনা রূপা। রামকৃষ্ণ নগরে রামকৃষ্ণ জুয়েলারীতে সংঘটিত হয়েছে এই চুরিকাণ্ড।

এ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকাজুড়ে।

ঘড়ির কাঁটায় সময় সকাল এগারটা, প্রতিদিনের মতই স্বর্ণকার কেশব কুমার দে তাঁর জুয়েলারী খুলতে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

দোকানে এসে দোকান খুলে পাশের দোকান থেকে ভেতরের জিনিসপত্র পরিষ্কার করতে সেম্পু কিনতে যান।

আর সেই সময়ের সুযোগ নিয়ে জুয়েলারীটি হাতিয়ে নেয় চুর।

সেম্পু কিনে দোকানে ফিরে এসে স্বর্ণকার তাঁর দোকানের জিনিসপত্র গুলো পরিষ্কার করতে সময় হটাৎ লকার খোলা অবস্থায় দেখতে পান।

ওই সময়ই চুখ নেড়ে দোকান থেকে তাঁর ব্যাগটিও নেই দেখে আশপাশের সকলকে ডেকে আনেন।

এরপরই বেরিয়ে আসে চুরির ঘটনা।সবমিলিয়ে দোকান থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সোনা রূপা নিয়ে পালিয়েছে চুরগুষ্টি।

চুরির ঘটনাটি সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ নগর পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ওসি নিলভ জ্যোতি নাথ তাঁর দলবল নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান এবং সেখানে এসেই  তদন্ত শুরু করেন।

এদিকে, আশপাশের দোকানের মধ্যেও নেই কোনো ধরনের সিসি ক্যামেরা। তবে ক্যামেরা না থাকলে কি হয়েছে। পুলিশ তাঁদের তদন্তে খুব শীগ্রই এই চোরকে ধরতে পারবে বলে আশ্বাস দিয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token