ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানালো খিয়াংতেজ রাইজিং ওয়েলফেয়ার সোসাইটি

Spread the love

জুলি দাস

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে এনিয়ে সচেতনতা চালান সংগঠনের পদাধিকারীরা। যেসব কারণে ডেঙ্গু দেখা দেয়, তারও উল্লেখ করেছেন তারা।

পৃথকভাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সচেতনতা সভায়ও অংশগ্রহণ করেন এনজিও-র সদস্যরা।

উপস্থিত ছিলেন এনজিওর সভাপতি রিংবুল মানিক চরেই, সাধারণ সম্পাদক বিকাশ খাংতে, হনলালবুম চরেই, টিংহইলিয়েন চরেই, নুগুলনেইলাল চরেই, আড়িলাল চরেই, রাজেশ চরেই, লালঙুল রিল চরেই, রাজু ত্রিপুরা, ত্রিমাশিষ চরেই, মুনলিয়ান চরেই প্রমুখ।

এছাড়াও সহকারী কমিশনার রংবেরং টেরন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডাঃ রাজিব কুমার বড়ুয়া, হাসপাতাল সুপার ডাঃ লিপি দেব সিনহা, ম্যালেরিয়া কনসালটেন্ট দেবজিৎ দে, ডাঃ রঞ্জিত বৈদ্য।

   সাধারণ সম্পাদক বিকাশ খাংতে বলেছেন, জনগণের মধ্যে সচেতনতা চালানোর পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

ডেঙ্গু রোগ সব বয়সের মানুষের মধ্যে হতে পারে, এই রোগ এডিস মশা কামড়ানোর ফলে হয়ে থাকে। জমা জল থেকে এই মশা সাধারণত উৎপন্ন হয়।

ঘরে থাকা জলের পাত্রগুলি সব সময় ঢেকে রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

জ্বর অনুভব করলে পার্শ্ববর্তী সরকারি চিকিৎসাকেন্দ্রে গিয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষা করার অনুরোধও  জানান তিনি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token