শংকর শীল, শালচাপড়া : দীর্ঘ তিন মাস আগে মেঘালয়ের শিলং-এ হারিয়ে যাওয়া সুনীল নামের একটি বাচ্চা ছেলেকে পেলেন পেশায় গাড়ি চালক শালচাপড়ার বাসিন্দা বিলাল আহম্মদ লস্কর।
তিনি এই বাচ্চা ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং তার লালন পালনও করেন।
বিলাল আহম্মদ সামাজিক মাধ্যম (ফেসবুকে) এই বাচ্চা ছেলেটির ফটো ছড়িয়ে দেন, আজ প্রায় তিন মাস পর বিলাল আহম্মদ ছেলেটির মায়ের সাথে ফেসবুকের সাহায্যে যোগাযোগ করে ছেলেটিকে তুলে দেন।
শালচাপড়া পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে ছেলেটির মা বুলবুল মুন্ডা নিজের হারিয়ে যাওয়া সন্তানকে সমঝে নিয়ে বলেন তাদের ঘর কার্বিআংলং জেলার কারকউ বিলাসপুর গ্রামে।
তারা অনেকদিন ধরে মেঘালয়ের স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে তারা স্বামী-স্ত্রী কাজ করছেন, এখানেই ছেলেটি হারিয়ে যায়। নিজ ছেলেটিকে পাওয়ায় বিলাল আহম্মদ লস্করকে কৃতজ্ঞতা জানান বুলবুল মুণ্ডা।