পিএনসি, ১৯ মে : ভাষা শহীদ দিবস পালনের অঙ্গ হিসেবে মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড়ের উদ্যোগে শুক্রবার গান্ধীবাগে সমগ্র দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ অনুষ্ঠানে শহীদদের আত্ম বলিদান সম্পর্কে বিভিন্ন বক্তা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন সাংবাদিক হারাণ দে, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, ডাঃ শিশির কুমার বিশ্বাস, ভাষা সেনানী হিরন্ময় মিত্র ও মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায় প্রমুখ।
হারাণ দে বলেন যে ১১ জন শহীদের আত্মত্যাগের ফলে আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি তা রক্ষার জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি ভাষা আগ্রাসনের অপপ্রয়াসের নিন্দা জানান।
অনুষ্ঠানে বিশ্বতোষ চৌধুরী সমিতির মুখপত্র মাতৃভাষা এবং জয়ন্তী দত্তের “শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি একটি “বই”-এর উন্মোচন করেন।