ব্যুরো রিপোর্ট : পশ্চিম ধলাইর দার্বি জিপির এলেনপুরে বাগান শ্রমিক নির্যাতনের প্রতিবাদে অসন্তোষ বেড়েই চলেছে।
শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার এলেনপুরের কুকিপুঞ্জিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
নিরীহ শ্রমিকের উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এদিন বক্তব্য রাখেন দেওনতি রী, ভাবী রী, গীতা রী তুসমনি রী।
বিজেপি নেতা মনোজ সাহু এলাকায় তালিবানি ও হিটলারি শাসন কায়েম করেছেন বলেও তারা অভিযোগ করেন।
তারা তিন জন মিলে অজয় রীকে মারপিট করেছে বলেও জানান ক্ষুব্ধ শ্রমিকরা।
কিন্তু শুধু মনোজ সাহুকে পুলিশ জেলে পুরেছে। অন্য দুই অভিযুক্ত রিঙ্কু সাহু ও রূপক রী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে।
অন্যদিকে নির্যাতীত অজয় রীকেও জেলে পাঠানো হয়েছে। কিন্তু তার জামিন নেওয়ার মত আর্থিক ক্ষমতা নেই তাদের।
এদিকে জেলা ও ব্লক কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন অজয় রীর বাড়িতে গিয়ে তার মা চন্দা রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন।
জেলা কংগ্রেস সাধারন সম্পাদক হীরক দাস এবং ব্লক কংগ্রেসের পক্ষে গোবিন্দ পাল, হরিমোহন কৈরি, মুন ধর সহ রিঙ্কু দেব, প্রদীপ সিং এবং সোরুজ কূর্মি শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা জানান।
তারা বলেন নির্যাতীত অজয় রীকে জেল থেকে জামিনে মুক্ত করতে একজন আইনজিবীর সমস্ত ব্যয়ভার বহন করবেন বলেও আশ্বাস দিয়েছেন।