শিলচর : বাঙালি নবনির্মাণ সেনা আজ ১৯ শে মে ভাষা শহীদদের স্মরণে এক পদযাত্রা বের করে।
সকাল সাড়ে দশটায় এই পদযাত্রা তারাপুর রেলস্টেশন থেকে বের হয়ে ইন্ডিয়া ক্লাব, সেন্ট্রাল রোড, প্রেমতলা, রঙ্গিখাড়ি পইন্ট হয়ে শিলচর শ্মশানে গিয়ে পৌঁছে।
সেখানে ১১ শহীদের স্মৃতিশোধে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল থেকে বৃষ্টির কারণে এই বিশাল পদযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অনেকেই উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
অবশেষে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবিতে এবং ১১জন ভাষা সেনানীর শহীদের সরকারি স্বীকৃতি দাবি করে স্লোগান তুলে পদযাত্রা হয় শুরু হয়।
বাংলা ভাষাকে আসামের সহকারী সরকারি ভাষার মর্যাদা প্রদানেরও দাবি উঠে স্লোগানে।
বাঙালি নবনির্মাণ সেনা কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব বলেন যে এইসব দাবি অনেক আগের, কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকার কেন কোনো পদক্ষেপ কেনো নিচ্ছেন না? তিনি প্রশ্ন তুলেন।
এনিয়ে তিনি আসানের বাঙ্গালি বিধায়ক ও সাংসদদের ধিক্কার জানান। প্রীতম বলেন, বড়োরা যদি তাদের ভাষার স্বীকৃতি আদায় করে নিতে পারে তবে আমাদের সাংসদ-বিধায়করা কি করছে?
যাদের ভোটে তারা দিল্লি-দিসপুরের ছাড়পত্র পেয়েছে সেই ভাষার অধিকার নিয়ে যদি তাদের কথা বলার ক্ষমতা বা শাহস না থাকে তবে তাদের পদত্যাগ করা উচিত বলে দাবি করেন প্রীতম।
তিনি বলেন, বাঙ্গালিদের ভাষার অধিকার আদায় হচ্ছে না বাঙালি নবনির্মাণ সেনা এই আন্দোলন চালিয়ে যাবে। বাঙালি নবনির্মাণ সেনার আজকের এই পদযাত্রায় সামিল ছিলেন শিলচর বই মেলা কমিটি, ড্রিম সেলিব্রেশন সংঘটন এবং বিএনএস-এর শিলচর জিলা কমিটি কর্মকর্তারা।