শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী শিবটিল্লা সার্বজনীন শিবমন্দির বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নতুন করে নির্মাণ করা হল।
আজ এই নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করে শিবলিঙ্গের স্থায়ী পুনঃ স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক পূজাপার্বণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। তিনি মন্দির প্রতিষ্ঠার কাজেও সহযোগিতা করেন।
শিব লিঙ্গের পূজার্চনার সাথে সাথে যজ্ঞানুষ্ঠান ও হরিনাম সংকীর্তন আয়োজিত হয়। এই অনুষ্ঠানে শিব টিল্লা শিবমন্দির অঞ্চলের কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহন করেন।
শিবমন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয় যে, বিধায়ক বিজয় মালাকার নির্বাচনের পূর্বে শিব টিল্লা শিবমন্দির পরিদর্শন করে কথা দিয়েছিলেন নির্বাচনের পর তিনি মন্দিরের উন্নয়ন করবেন।
বিধায়ক তার উন্নয়ন তহবিল থেকে অর্থ দিয়ে শিব মন্দিরকে পাকা করে নির্মাণ করে দিয়েছেন।
সকলে স্থানীয়দের সহযোগিতায় শিব লিঙ্গ কাঁধে করে অস্থায়ী স্থান থেকে নবনির্মিত মন্দিরে নিয়ে গিয়ে স্থাপনা করেন।
তারপর এলাকার বিশিষ্ট পুরোহিতদের দ্বারা পূজার্চনা শুরু হয়। বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান যে রামকৃষ্ণনগর শিবটিল্লা শিবমন্দিরের উন্নয়নে তিনি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন, আর সেই কথা আজ সবার সহযোগিতায় বাস্তবায়িত হল।