ভারি বর্ষণ, ভুমিধ্বসের আশংকায় হাইলাকান্দি জেলায় প্রশাসনের সতর্কতা জারি

Spread the love

হাইলাকান্দি ১৪জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা অত্যধিক বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসের আশঙ্কায় জেলাজুড়ে সতর্কতা জারি করেছে।

জেলা প্রশাসন এক আবেদনে জানিয়েছের যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী চার-পাঁচ দিন  হাইলাকান্দি জেলাতে অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফলে পাহাড়ি অঞ্চলের মাটি নরম হয়ে ভূমিস্খলনের আশঙ্কা রয়েছে।

তাই পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটিকাটা, গৃহ নির্মাণ ইত্যাদি কাজ আগামী কয়দিন বর্জন করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

যদি কোন দুর্যোগ দেখা দেয় তবে সে ক্ষেত্রে নিকটবর্তী সার্কেল অফিসের দুর্যোগ শাখায় যোগাযোগ করতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে।

জেলা দুর্যোগ সহায়তার ফোন নম্বর হলো ০৩৮৪৪-১০৭৭ এবং সার্কেল অফিসের নম্বর গুলি হল আলগাপুরে ৭০০২৩১৮৬৯৩ হাইলাকান্দিতে ৭৩৯৯৬০৬৯২০ লালা ৮৮৭৬৩৮৯১৯৫, কাটলিছড়ায় ৯১০১৫০১০৭৬

এদিকে জেলার ভূমিধ্বস প্রবণ এলাকাগুলিতে মঙ্গলবার থেকে জনসাধারণকে এ ব্যাপারে সতর্ক থাকতে ব্যাপক মাইকিং প্রচার অভিযান শুরু হয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token