হাইলাকান্দিতে এআইইউডিএফ-বিজেপি ছেড়ে বিধায়ক খলিল ও কমলাক্ষের হাত ধরে কংগ্রেসে যোগদান

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : হিমন্ত বিশ্বশর্মার মুখে স্বচ্ছতার বার্তা শোভা পায় না, রাজ‍্যের প্রতিটি বিভাগে চলছে লাগামহীন দূর্ণীতি। প্রতিটি বিভাগ থেকে মোটা অঙ্কের অর্থ দিসপুরে যায়, মূখ‍্যমন্ত্রী শুধু মাত্র মুখে দূর্ণীতিমুক্ত ‌রাজ‍্য গঠনের শ্লোগান দিচ্ছেন। আগে নিজে স্বচ্ছ হয়ে পরবর্তীতে সমাজে স্বচ্ছতার বার্তা দিন।

রবিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে যোগদান অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে হিমন্ত বিশ্বশর্মাকে এভাবেই আক্রমণ করে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

তিনি বলেন, ভারতবর্ষের বুকে একমাত্র কংগ্রেস দলই হচ্ছে দেশের অখন্ডতা, ঐক্যতা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

স্বাধীনতা থেকে শুরু করে এ দেশের জন্য কংগ্রেস দলের মানুষ আত্মবলিদান দিয়েছেন। কংগ্রেস এটাই চায় যে সর্বধর্ম এবং সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একটি সুষ্ঠ সমাজ গঠন করে শান্তিতে বসবাস করা।

বিধায়ক কমলাক্ষ বলেন, বিজেপির নেতা মন্ত্রীদের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু তাদের প্রতি জনগণের দোয়া-আশীর্বাদ নেই, কংগ্রেসে টাকা পয়সা নেই তবে জনগণের দোয়া-আশীর্বাদ রয়েছে।

সম্প্রতি উড়িষ্যার ভয়ংকর রেল দূর্ঘটনার জন্য রেল বিভাগে কর্তব্যরত কর্মকর্তাদেরকে দায়ী করেন বিধায়ক কমলাক্ষ।

অনুষ্ঠানে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন সমগ্র দেশে কংগ্রেসের সুদিন আসছে, মানুষ ঝাঁকে ঝাঁকে কংগ্রেস দলে ভিড়ছেন।

আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির তাবড় তাবড় নেতারা কংগ্রেসে যোগদান করবেন, এমনকি বিজেপি দলের বর্তমান সাংসদ পর্যন্তও কংগ্রেস দলে যোগদান করবেন।

ইউডিএফ ব‍্যাতিত বিরোধী ঐক্য বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজেপিকে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিধায়ক খলিল।

তাছাড়া এদিনের যোগদান অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি অশোক বৈদ্ধ, এপিসিসির সদস্য মহরম আলী মজুমদার, হিরালাল দত্ত পুরকায়স্থ, জেলা কংগ্রেসের উপসভাপতি সামসুল ইসলাম বড়লস্কর, গিয়াস উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, রুকন উদ্দিন বড়ভূইয়া, আব্বাস উদ্দিন লস্কর, সারিম সদিয়ওল, টাউন ব্লক কংগ্রেসের সভাপতি শুভংকর ভট্টাচার্য, প্রীতম দাশ, যুব কংগ্রেসের সভাপতি শহিদুল আলম বড়ভূইয়া, সেবাদলের চেয়ারম্যান বাহারুল ইসলাম বড়ভূইয়া, মহিলা সমিতির আফিয়া বেগম লস্কর।

সোসিয়াল মিডিয়া ও আইটি সেলের বরাক ইনচার্জ আনোয়ার হোসেন লস্কর, জেলা সভাপতি কেনোয়ার হোসেন, উপসভাপতি মোস্তাফা আহমেদ বড়ভূইয়া, এনএসইউআইর সভাপতি আব্দুল আহাদ বড়ভূইয়া প্রমুখ।

হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্করের পৌরহিত‍্যে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি  এবং এআইইউডিফ দল ত‍্যাগ করে পুরুষ মহিলা সহ বেশ কয়েকজন কর্মী কংগ্রেসে যোগদান করেন।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আনুষ্ঠানিকভাবে তাদেরকে কংগ্রেস দলে বরণ করেন।

সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের নীতি আদর্শের উপর অনুপ্রাণিত হয়ে তারা কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব।

জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর তাঁর বক্তব্যে বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বহু মানুষ কংগ্রেস দলে যোগদান করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।

আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এভাবেই যোগদান প্রক্রিয়া চলবে। মানুষ সাম্প্রদায়িক রাজনীতি ছেড়ে উন্নয়নের স্বার্থে ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসে ভিড়ছেন। তাই সবাইকে একজোট হয়ে দলীয় কাজ এগিয়ে নিতে আহ্বান জানান জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token