অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : মনিপুরে সংঘটিত সহিংস ঘটনায় রবিবার সন্ধ্যা ৭টায় জারইতলা বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়েল ক্লাব ও মৈরাপবি লোপ জারইলতলা জিপিতে এক শান্তি মিছিল বের করে।
মশাল এবং প্লে কার্ড হাতে নিয়ে মিছিল কারীরা জারইলতলার প্রধান সড়ক পরিক্রমা করে মনিপুরে শান্তি সম্প্রীতি স্থাপনের দাবি জানান।
এই শান্তি মিছিলে জারইলতলা, কাশিপু্ পাঞ্জীগ্রাম, বড়গ্রাম সহ এলাকার প্রায় তিনশতাধীক মহীলা-পুরুষ অংশ গ্রহণ করেন।

তারা এই মিছিলের মাধ্যমে বর্তা পাঠিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যাহতে মনিপুর বিভাজিত না হয় এবং মনিপুরের শন্তি সম্প্রতি বজায় থাকে।
এই শান্তি মছিলে নেতৃত্ব ক্লাবের সভাপতি টি অজিত কুমার সিংহ, সম্পাদক প্রবীর কুমার সিংহ, বিজয় কুমার সিংহ, মইরাপাবী মনমোহীনি সিংহ, টি সবিতা সিংহ, রিনা সিংহ, এম ডি সি মেম্বার কৃপাময় নাথ, শ্যামলা সিংহ, ভিডিপি সম্পাদক ফকরুল ইসলাম, নবীন সিং, মেহন্ত সিং প্রমূখ।