সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৫ জুলাই : রাতাবাড়ি বিধানসভার ভেটারবন্দ জিপির মনষ্যপূরে বিজেপি মাইনরিটি মোর্চার আহ্বানে ১নং জামে মসজিদ প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল খালিক-এর পৌরহিত্য অনুষ্টিত সভায় বিজেপির জেলা ও মন্ডলের মাইনরিটি মোর্চার বিভিন্ন স্তরের পদাধিকারী বক্তব্য তুলে ধরেন।
কংগ্রেস সরকার ৭০ বছর মাইনরিটি লোকদের কি ভাবে তাদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছিল সেই অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, সেই সময় উচ্ছেদ করা অসহায় লোকদের জমির পাট্রা দেওয়ার কথা ভাবেনি।
কিন্তু বতর্মান বিজেপি সরকার বৈষম্য মূলক প্রন্তা না নিয়ে সব সম্প্রদায়ের লোকদের বিনামূল্য চাকুরী ও সরকারি প্রকল্পের সুবিধা প্রধান করছে যাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা কা বিকাশ।
তবে সরকারি জমি দখল মূক্ত করতে উচ্ছেদ অভিযানে কোন আপস নয় বলে জানিয়ে দেন। কিন্ত জমির পাট্রা প্রদানে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
বিগত দিনের তুলনায় বতর্মানে রাতাবাড়ির প্রতিটি এলাকায় উন্নয়নের জোয়ার বইছে, তবে অধিকাংশ সংখ্যালঘু বিজেপিকে ভোট না দেওয়ার জন্য সেই সব এলাকার উন্নয়ন মন্থরগতিতে হওয়াটা স্বাভাবিক।
তাই আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে বিধায়ক বিজয় মালাকারকে আরও শক্তিশালী করার জন্য সকলস্তরের জনগনের প্রতি অনুরোধ জানান।
বিধায়ক যাতে মাইনরিটি এলাকার উন্নয়নে সচেষ্ট ভূমিকা নিতে বাধ্য হন।
সভায় সংখ্যালঘুর লোকেরা বিজেপি দলে যোগদানের অভিপ্রায় প্রকাশ করায় তাদের দলের নিয়ম মেনে যোগদান করানো হবে বলেন, তবে সবাইকে দলের আদর্শ সম্পর্কে অবগত হতে হবে।
সভায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের জয়ধ্বনী দেন তারা।
সভায় উপস্থিত ছিলেন দুল্লভছড়া বিজেপি ব্লক মন্ডলের উপ সভাপতি শ্যাম কুমার সিনহা, করিমগঞ্জ জেলার বিজেপি মাইনরিটির মোর্চার সাধারণ সম্পাদক জুনেল আহমেদ, মাইনরিটি মোর্চার যুব নেতা মামুন রশিদ খান, রামকৃষ্ণনগর মাইনরিটি মোর্চার সভাপতি বিলাল উদ্দিন, দুল্লভছড়া মন্ডলের মাইনরিটি সভাপতি হাসান আহমেদ, ভেটারবন্দ জিপি সভানেত্রীর প্রতিনিধি কেশব দেবনাথ, জামাল উদ্দিন সহ বিশিষ্ট জনেরা।