মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : মঙ্গলবার এপিসিসির নির্দেশে হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা অতিরিক্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য এপিডিসিএল কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অসম সরকার হায় হায়, বিদ্যুৎ বিভাগ হায় হায়, বিদ্যুৎ মন্ত্রী হায় হায়, ঘন ঘন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে গ্ৰাহকদেরকে হয়রানি বন্ধ কর ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মূখোরিত করে তুলেন কংগ্রেস কর্মীরা।
এরপর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এপিডিসিএল এর হাইলাকান্দির এজিএমের সঙ্গে দেখা করে তাদের দাবি সম্বলিত একখানা স্মারকপত্র প্রদান করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ঘরোয়া তথা ব্যবসিয়িক ক্ষেত্রে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি একটি জনবিরোধী সিদ্ধান্ত শীঘ্রই এই সিদ্ধান্ত বাতিল কর।
স্মার্ট মিটারের ক্ষেত্রে উত্থাপিত অভিযোগের সঠিকতা তদন্ত করে গ্ৰাহকদেরকে ন্যায় প্রদান করা এবং গরমের দিনে বিদ্যুতের লোডশেডিং রোধ করতে যথোচিত ব্যবস্থা গ্ৰহণ করা।
তাছাড়া বিধানসভা নির্বাচনের সয়য় বিজেপি সরকারের প্রতিশ্রুতি মতো ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা।
এদিকে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নিজ নিজ দলীয় প্রতিক চিহ্ন ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাইলাকান্দির ভারপ্রাপ্ত চক্র আধিকারিকের মাধ্যমে অসমের মূখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা।
কংগ্রেসের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্কর, প্রদেশ কংগ্রেসের সদস্য আনাম উদ্দিন লস্কর, জেলা কংগ্রেসের উপসভাপতি গিয়াস উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, বাহারুল ইসলাম লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, সারিম সদিয়ল, ব্লক কংগ্রেস সভাপতি শুভংকর ভট্টাচার্য্য,যুব কংগ্রেসের সভাপতি শহীদুল আলম বড়ভূইয়া, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা প্রমুখ।