গুয়াহাটি : আসামের বন্যা পরিস্থিতি রবিবার অনেক অংশে ভয়াবহ আকার নিয়েছে। গত এক সপ্তাহের অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের প্রধান নদীগুলি বিপদ চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জোরহাট জেলার নেমাতিঘাটে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, রবিবার সকালে কেন্দ্রীয় জল কমিশন এই তথ্য জানিয়েছে।
তাছাড়া নগাঁও জেলার কামপুরে কপিলি নদীও বিপদ চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের অনেক জায়গায় ব্রহ্মপুত্র নদ বিপদ চিহ্ন লঙ্ঘনের হুমকি দিচ্ছে।
রাজ্যের অন্তত ১০টি জেলার প্রায় ৪০ হাজার মানুষ বন্যার প্রথম তরঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে গুয়াহাটিতে ভূমিধসের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।