নবনিযুক্ত কর্মী-আধিকারিকদের নতুন অসম গড়ার কাজে ঝাঁপাতে আহ্বান মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ২৯ অক্টোবর : রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে নবনিযুক্ত কর্মী আধিকারিকদের নতুন অসম গড়ে তুলতে এগিয়ে আসতে হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
রাজ্যের হিমন্ত বিশ্বশর্মা সরকার এক লক্ষ চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণেরই অঙ্গ হিসেবে শনিবার পুনরায় ১১ টি বিভাগে ৬৫৫ জন প্রার্থীকে নিযুক্তিপত্র হাতে তুলে দেওয়া হয়েছে।
শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ৬৫৫ জন যুবক-যুবতীকে আনুষ্ঠানিকভাবে এসব নিযুক্তিপত্র বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, লোক নির্মাণের জন্য বেশ কয়েকটি বিভাগ বাস্তুকার নিয়োগ করতে সমর্থ।
চাকরি প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, নিযুক্তিপত্র লাভ করা বাস্তুকারদের চাকরি জীবনে যেকোনো বিভাগে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।
লটারিভিত্তিক আন্তঃ বিভাগীয় বদলি করার জন্য বিধানসভায় আইন প্রনয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সরকারি চাকরি করতে হলে স্থানীয় ভাষাও জানতে হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন।
উল্লেখ্য, আজ জলসেচ বিভাগে ৩২৫, কর্মচারী বিভাগে ১২০, গৃহ বিভাগে ৬৯, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ৩৩ জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হয়। অন্যদিকে, অর্থবিভাগে ৩৩, দক্ষতা, নিয়োগ ও উদ্যমিতা বিভাগে ৪, পরিবহন বিভাগে ৫, রাজস্ব ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৩৩, শ্রমিক কল্যাণ বিভাগে ১৮, শিল্প ও বাণিজ্য বিভাগে ১০ জন প্রার্থী সহ আবগারি বিভাগে ৭ জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে।