হাইলাকান্দি : অসমীয়া লোকসাহিত্যের দিকপাল বিষ্ণু রাভার জীবন-দর্শনকে জনপ্রিয় করে তুলতে সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে হাইলাকান্দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই উপলক্ষে রাজ্যের বিদ্যালয়গুলিতে ১৯ জুন ও ২০ জুন বিষ্ণু রাভার জীবন দর্শন তুলে ধরা হবে। এছাড়া বিদ্যালয়গুলির প্রাতঃকালীন সভায় রাভা-সংগীত বাজিয়ে পড়ুয়াদেরকে উদ্বুদ্ধ করা হবে।
বিষ্ণু রাভার জীবন দর্শন সম্পর্কে ছাত্রদেরকে অনুপ্রাণিত করার রাজ্য সরকারের উদ্যোগকে সফল করে তুলতে হাইলাকান্দির ডিডিসি জেলার বিদ্যালয় পরিদর্শক এবং প্রাথমিক শিক্ষা আধিকারীকে প্রতিটি বিদ্যালয়ে সোম ও মঙ্গলবার এই কার্যসূচি সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
এছাড়া শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগেও সোমবার ও মঙ্গলবার রাভা-সংগীত বাজানো হবে।