ধলাই : স্বাধীনতা প্রাপ্তির পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয়জলের মত অত্যাবশ্যকীয় পরিষেবা আকাশকূশূম মধ্য ধলাইর পানিভরা জিপির পূরবথল গ্রামে।
নেতা-মন্ত্রী-বিধায়ক ও পঞ্চায়েত কর্তাদের অকর্মন্যতা ও স্বার্থপরতার দরুন নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন পানিভরা জিপির দরিদ্র দিনমজুর মানুষ অধ্যুষিত পূরবথল গ্রামে আজও লাগেনি উন্নয়নের ছোঁয়া।
জনগনকে পাহাড়ের চড়াইউৎরাই পেরিয়ে চলাফেরা করতে হয়। বাজারহাট করতে নানান সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে।
অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া খুবই কষ্টকর, এমনকি ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না।
বিদ্যুতের খুটি পোতা হলেও নেই বিদ্যুৎ সংযোগ। বিশুদ্ধ পানীয় জলের জন্য গ্রামের মানুষদের ছুটতে হয় বহু দূর।
সরকারি উন্নয়ন মূলক প্রকল্প গুলোর সুযোগসুবিধা গুলোও জুটে না তাদের ভাগ্যে।