শিলচর শহরের দুটি মূল সমস্যা সমাধানে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রীকে রিং রোড নির্মাণের প্রস্তাব

Spread the love

পিএনসি : শিলচর শহরের প্রধান দুটি সমস্যা যানজট এবং জল সমস্যা সমাধানে ড০ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারীরকে  রিং রোড নির্মাণের প্রস্তাব পাঠিয়েছিলেন।

ভূতল পরিবহন মন্ত্রীর দপ্তর থেকে এবিষয়ে আসাম সরকারকে লিখা হয়, কিন্তু রাজ্য সরকার কোন সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন সংস্থার সভাপতি।

এই বিষয়টি নিয়ে পরিষদের অনুরোধে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বিধানসভায় প্রশ্নও উত্থাপন করেন।

পরিষদ প্রস্তাব দিয়েছিল আইএসবিটি থেকে দুধপাতিল ও ময়নারবন্ধ হয়ে ১৫কিলোমিটার একটি বাইপাস নির্মাণ করা হলে শহরে যানজট কিছুটা কমবে।

সংস্থার সভাপতি বলেছেন যে বর্ষায় যেভাবে শহরের বিভিন্ন স্থান প্লাবিত হয় এজন্য কেবল জনপ্রতিনিধি  বা পৌরসভাকে দোষারোপ করলেই হবে না, এরজন্য আমাদের নিজেদের স্বভাবও পাল্টাতে হবে।

শহরের অনেক জায়গার বাসিন্দারা এবং দোকানিরা আগে-পিছে চিন্তা ভাবনা না করে পলিথিনের ব্যাগ  ও জলের বোতল নালায় ফেলেন, ফলে নালা দিয়ে জল নিষ্কাশন বাধা প্রাপ্ত হয়।

তবে এবিষয়ে জনপ্রতিনিধিরা বা পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে তাদের দায়ভার এড়াতে পারে না, প্রতিবছর বর্ষার আগে নালা গুলো খোদাই করা উচিত এবং নালার যেসকল অংশ অবৈধ দখলদারদের হাতে রয়েছে তা দখলমুক্ত করতে হবে বলেছে সংস্থা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token