আব্দুর রহমান, গণআওয়াজ নিলামবাজার : ভাদ্র মাসের শুরুতেই ফের বন্যার পদধ্বনি। এনিয়ে এবছর চারবার বন্যার কবলে পড়ল দক্ষিণ করিমগঞ্জ।
মঙ্গলবার রাত পর্যন্ত জল ধীরে ধীরে কমলেও বুধবার সকাল থেকে লঙ্গাই নদী নতুন করে ফুঁসতে দেখে আতঙ্কিত দেখা দিয়েছে এলাকায়।
কারন এর আগের কয়েক দফা বন্যায় সীমাহীন দুর্ভোগে দিন কেটেছে তাদের। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের।
পাথারকান্দি সার্কেলর পেকুরগ্রাম, পাত্রগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম, হাজারিচক, কলকলিঘাট, ডেঙ্গারবন্দ, দেওলাখাল, কচুবাড়ি এলাকার কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু আজ পর্যন্ত এসব গ্রামের ভুক্তেভোগী মানুষ বন্যা পরবর্তি কোন ত্রাণসামগ্রী অথবা চিকিৎসা পরিষেবাও পাননি বলে অভিযোগ।
এতে স্বাভাবিকভাবে সরকারের উপর ভুক্তভোগীদের চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে লঙ্গাই নদীতে জল বাড়ায় পাথারকান্দি কচুবাড়ী গ্রামের সদ্য মেরামত করা নদী বাঁধ পুনরায় ভেঙে গিয়েছে।
জলচ্ছ্বাসে তলিয়ে গেছে ঝেরঝেরির লঙ্গাই নদীর উপর দেড় কোটি টাকার নির্মীয়মাণ পাকা সেতুর বিরাট অংশ।
আশংকা করা হয়েছে পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্য মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের ফলে সর্বনাশা লঙ্গাই নদী নতুন করে ফুঁসছে।