মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলিমিটেশনের খসড়া নিয়ে রবিবার কাটলিছড়া রাজীব ভবনে সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। এতে, সদ্য প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া নিয়ে প্রচন্ড ক্ষোভ ঝাড়েন বিক্ষুব্ধরা।
এই সভায় উপস্থিত ছিলেন কাটিগড়া সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর, সমাজকর্মী প্রেমরাজ গোয়ালা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, কাটলীছড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল, সমাজকর্মী এবাদুল হোসেন চৌধুরী, সাদুল্লাহ মজুমদার, এনএসইউআইর উপসভাপতি মজমুল ইসলাম লস্কর প্রমুখ।
সভায় জেলার তিনটি বিধানসভা সমষ্টি পুনর্বহাল করার দাবিতে সরব হন বক্তারা।
তাছাড়া কাটলিছড়া বিধানসভা সমষ্টি বিলুপ্তির প্রতিবাদ জানিয়ে দল মত নির্বিশেষে কাটলিছড়া সমষ্টি পুনর্বহাল সংগ্ৰাম কমিটি নাম দিয়ে এক শক্তিশালী কমিটি গঠন করা হয়।
বেলা প্রায় একটায় কাটলিছড়া রাজিব ভবনে বিশীষ্ট নাগরিক গণেশ্বর সিংহের পৌরহিত্যে আয়োজিত সভায় দল মতের উর্ধে উঠে দাবী আদায়ে প্রতিবাদে সহযোগিতা করার আহবান জানান বক্তারা।
এদিনের প্রতিবাদী সভা শেষে এক বিশাল মিছিল বের করে প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া প্রতিবাদী স্লোগানে রাজপথ কাঁপান প্রতিবাদকারীরা।
মিছিলের পর সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর ও সমাজকর্মী প্রেম রাজ গোয়ালা সহ বিশিষ্টজনেরা।