দুল্লভছড়া শ্মশান ঘাটে জলসম্পদ বিভাগের ভাঙ্গন প্রতিরোধে আসলো পর্কোপাইন

Spread the love

দুল্লভছড়া : গত কিছুদিন আগে জলসম্পদ উন্নয়ন বিভাগের আধিকারিকদের নিয়ে দুর্লভছড়া জিপি রোডে শ্মশান ঘাট পরিদর্শন করেছিলেন বিধায়ক বিজয় মালাকারl

তাঁর সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা অফিসের সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি ও বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি অংশুমান পালl

বিধায়ক কথা দিয়েছিলেন যে দুল্লভছড়া শ্মশান ঘাট থেকে পাগলাছড়া নদী পর্যন্ত দক্ষিণ-পূর্ব দিকটা পর্কোপাইন সহ মেরামত করা হবে যাতে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ করা যায়l

বিধায়কের যেমন কথা তেমনই কাজ, পরদিনই পর্কোপাইন দুল্লভছড়া শ্মশান ঘাটে এসে পৌছয়l কিন্তু অম্বুবাচীর জন্য কাজ শুরু করা সম্ভব হয়নি l

আজ জলসম্পদ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার অজয় সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করেনl বিভাগীয় আধিকারিক অজয় সূত্রধর জানিয়েছেন যে অম্বুবাচী শেষ হয়ে গেলেই কাজ দ্রুতগতিতে শুরু হবেl

বিধায়ক বিজয় মালাকারের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার জনসাধারণ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token