দীপন দাস, কাটিগড়া : মোহনপুর, তেলিটিকরের পর এবার জগদীশপুরে ভারত মালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজ নিয়ে জমি দাতাদের বিক্ষোভ!
জমির ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে ফের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
স্থানীয়দের চাপে এক সময় এসএস কনস্ট্রাকশনের কর্মীরা যন্ত্রপাতি নিয়ে চলে যেতে বাধ্য হয়।
আবারও সেই একই প্রক্রিয়ায় স্থানে স্থানে ব্যারিগেট লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ!
জমি দাতাদের সাফ কথা, কাজ আরম্ভ করার আগে ক্ষতিগ্রস্ত জমির সীমানা নির্ধারণের পর সঠিক মূল্যায়ন করে ক্ষতিপূরণ দিতে হবে।
শনিবার এই দাবিতে সোচ্চার হয়ে ওঠেন কাটিগড়া জগদীশপুর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ খণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
তাদের অভিযোগ ভারত মালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য ইতিপূর্বে সম্পন্ন হয়েছে জরিপের কাজ, চিহ্নিত করা হয়েছে সড়ক নির্মাণের জমি।
এরপর জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের বিষয় সরকারি ভাবে জমি মালিকদেরকে কোনও কিছু জানানোর আগেই কাজ আরম্ভ করে দিয়েছে একটি নির্মাণ সংস্থা।
স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে পত্রিকা মারফত জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হলেও এর সাথে বাস্তবের কোনও মিল নেই।
জমির পরিমাণ, স্বত্ত্বাধিকারী, উত্তরাধিকারী নিয়ে রয়েছে নানা ত্রুটি বিচ্যুতি।
এমতাবস্তায় সড়ক নির্মাণের কাজ হলে পরবর্তীতে জমির সীমানা নির্ধারণ নিয়ে সমস্যার সৃষ্টি হবে। জমি সংক্রান্ত যাবতীয় সমস্যার নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।