পিএনসি, শিলচর : আজ ফের আটক করা হল বার্মিজ সুপারি ভর্তি ট্রাক।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাঙ্গার পার পুলিশ শিলচর-কালাইন সড়কের বেলা কোনা পেট্রোল পাম্প থেকে ইউপি ৩২জিএন ৬৪৬৫ নাম্বারের ট্রাক আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
বদরপুর-জোয়াই জাতীয় সড়কে পুলিশি নাকা চেকিং জোরদার থাকায় অবৈধ বার্মিজ সুপারির ব্যবসায়ীরা রুট পাল্টে শিলচর কালাইন সড়ককে ব্যবহার করে দিব্যি অবৈধ বার্মিজ সুপারি পাচার চালিয়ে যাওয়ার খবরের সত্যতা আজ প্রমানিত হলো।
জানাগেছে আজ বিকেল আনুমানিক সোয়া চারটে নাগাদ ভাঙ্গার পার পুলিশ শিলচর-কালাইন সড়কের বেলা কোনা পেট্রোল পাম্পে হানা দিয়ে ট্রাকে চেকিং করে।
এতে এই বৃহৎ পরিমানের বার্মিজ সুপারির বস্তা নজরে পড়তেই সঙ্গে সঙ্গে সুপারি ভর্তি ট্রাক তড়িঘড়ি করে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
এখানে উল্লেখ্য যে এর আগে অনেক বার বার্মিজ সুপারির ট্রাক আটক করে থানায় নিয়ে আসার পর এই সব সুপারি ভর্তি ট্রাক কোথায় গায়েব হয়ে যায় বলে রীতিমতো খেদ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। আজকের ঘটনার পর এভাবেই মত প্রকাশ করেছেন সাধারণ মানুষ।