জুলি দাস, পুলিশের রণংদেহী মনোভাব এবং প্রশাসনের মাত্রাতিরিক্ত কড়াকড়ি সত্বেও কংগ্রেস সহ অন্যান্য দলগুলির আহুত বরাক বনধ স্বতস্ফূর্ত হয়েছে করিমগঞ্জে।
বনধ সফল করতে সকাল থেকেই মাঠে নামেন আন্দোলনকারীরা।
করিমগঞ্জ কলেজ, জেলাশাসক কার্যালয়ের প্রবেশদ্বার সহ বিভিন্ন জায়গায় অবরোধ গড়ে তোলা হয়।
ব্যাংক সহ বেশ কয়েকটি সরকারি কার্যালয় খোলেনি।
জেলাশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
এখানে দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন সিপিআই কর্মীরাও।
অন্যদিকে, বনধের সমর্থনে বাইক রেলি বের করে ইউডিএফ।
এক কথায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বনধ সফল হয়েছে করিমগঞ্জে।