মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : ডিলিমিটেশনের খসড়া বাতিলের দাবি জানিয়ে হাইলাকান্দি বার সংস্থা জেলাশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্র প্রদান করেছে।
ডিলিমিটেশনের মাধ্যমে সমষ্টি পুননির্ধারণে খসড়ার বিরোধিতায় হাইলাকান্দি বার সংস্থার এক প্রতিনিধি সোমবার হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করে স্মারকপত্র তুলে দেন।
স্মারকপত্রের বয়ান অনুসারে প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া বাতিল করে বারাকের দুটি সমষ্টি বহাল রাখার দাবি জানানো হয়েছে।
জেলাশাসকের কার্যালয় থেকে বেরিয়ে এসে বার সংস্থার প্রতিনিধি দল সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জেলা বার সংস্থার অন্যতম সদস্য আইনজীবী রুকন উদ্দিন বড়ভূইয়া বলেন, প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া সম্পূর্ণ অসংবিধানিক, অবৈজ্ঞানিক এবং অগণতান্ত্রিক।
এই খসড়া কোন অবস্থায় গ্ৰহণ যোগ্য নয়, জেলা বার সংস্থা এর তীব্র বিরোধিতা করছে।
প্রতিনিধি দলে ছিলেন জেলা বার সংস্থার জ্যেষ্ঠ আইনজীবী নুরুল হক মজুমদার, ফখরুল ইসলাম বড়ভূইয়া, জয়নুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন মজুমদার, বুরহান উদ্দিন বড়ভূইয়া এবং মালি চৌধুরী।
সবাই ডিলিমিটেশনের প্রকাশিত এই খসড়ার বিরোধিতা করেন এবং প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন। এদিকে জেলা বার সংস্থার সভাপতি আইনজীবী রাজিব আহমেদ অনিবার্য কারণে এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করতে পারেন নি।