নয়াদিল্লী : শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে উত্তর-পূর্ব রাজ্যের দলীয় নেতাদের সাথে দেখা দেখা করে ৩০৩৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং সিকিমের নেতারাও মণিপুরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
মণিপুর মে মাসের শুরু থেকে বিশেষ করে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষের সাক্ষী হয়ে আসছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি ভেনুগোপাল, সিকিম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের এআইসিসি ইনচার্জ অজয় কুমার এবং মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং এআইসিসি সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।
খড়গে বিভিন্ন রাজ্যের নেতাদের সাথে কৌশলগত বৈঠক করছেন, যার মধ্যে কিছু এই বছরের শেষের দিকে নির্বাচনে যাওয়ার কথা রয়েছে। খাড়গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান ও উত্তরাখণ্ডের নেতাদের সঙ্গে আলাদা ভাবেও বৈঠক করেছেন।