হিবজুর রাহমান বড়ভূইয়া : মন্ত্রীর আশ্বাসে নিজের ছেলের এবং ভাতিজাকে চাকুরির জন্য চিবিটাবিছিয়া মডেল হাসপাতালের কোর্য়াটার নির্মাণে বারো বছর আগে জমি দিয়েছিলেন রঞ্জিত নাথ এবং তাঁর ভাই।
কিন্তু আজ বারো বছর পরও কেন ছেলের এবং ভাতিজার চাকুরী হচ্ছেনা এমন প্রশ্ন তুলে প্রশাসনের দৃষ্টিকার্ষণ করেন তিনি।
রঞ্জিত জানান, দুই ভাই নিজের ছেলে এবং ভাতিজা হাসপাতালে সরকারী চাকুরী পাবে মন্ত্রীর এই আশ্বাসে কোর্য়াটার নির্মাণের জন্য ১৪ কাটা জমি দিয়েছেন।
কিন্তু আজ প্রায় বারো বছর পার হয়ে গেলেও কোন চাকুরী দেওয়া হয়নি। বার বার আবেদন জানানোর পরও সংশ্লিষ্ট বিভাগের পক্ষে কোন সদুত্তর পাননি বলে জানান ক্ষোভ প্রকাশ করেন রঞ্জিত।
তিনি জানান, চাকরীর আশায় থেকে ছেলে বিপ্লব নাথ ও ভাতিজা পঙ্কু নাথ বেকার জীবন কাটাচ্ছে। অসহায় বৃদ্ধ রাজ্য সরকারের কাছে আশু পদক্ষেপ নেওয়ার আবেদন জানান, অন্যতায় জমি ফিরিয়ে দেওয়ার দাবী করেন।