ডিলিমিটেশন! নির্বাচন কমিশনের গণ শুনানিতে যোগ দিতে গৌহাটির রওয়ানা হল জিডিপিসিএফ দল

Spread the love

দুল্লভছড়া, প্রতিনিধি : ডিলিমিটেশন নিয়ে আগামী ২০ জুলাই গুয়াহাটি পাঞ্জাববাড়ির শংকরদেব কলাক্ষেত্রে ভারতের নির্বাচন আয়োগ দ্বারা অনুষ্ঠিত গণ-শুনানিতে অংশ নিতে রওয়ানা হল জিডিপিসিএফ প্রতিনিধি দল।

করিমগঞ্জ জেলা থেকে আমন্ত্রিত ১৮টি সংগঠনের মধ্যে ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিফ’-র পক্ষ থেকে অংশগ্রহণ করতে আজ গৌহাটির পথে রওনা হলl

প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের সভাপতি অংশুমান পাল, কার্যকরী-সভাপতি হেমচন্দ্র চ্যাটার্জি ও উপদেষ্টা বিজয় কুমার ভর l

আজ বিকাল চারটায় করিমগঞ্জের জেলাশাসকের কনফারেন্স হলে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়l

করিমগঞ্জের জেলা উপায়ুক্ত-র পক্ষে গতকাল রাত্রে জেলা নির্বাচনী আধিকারিক ফোনে উক্ত বৈঠকে উপস্থিত থাকার জন্য মঞ্চের সভাপতি অংশুমান পালকে আমন্ত্রণ জানিয়েছিলেনl

কিন্তু আগে থেকেই গৌহাটি যাওয়ার কার্যক্রম ঠিক হয়ে যাওয়ায় উক্ত সভায় সংস্থার পক্ষে কেউ উপস্থিত থাকতে পারেননি l তার জন্য তারা দুঃখ প্রকাশ করেন l

উল্লেখ্য যে বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ রাতাবাড়ী বিধানসভার নাম পরিবর্তন করে দুল্লভছড়া করার দাবী জানিয়ে আসছিলো।

তাই সম্ভবত রাতাবাড়ী থেকে একমাত্র বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চই নির্বাচন কমিশনের গণ-শুনানিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token