জমি সংক্রান্ত বিবাদে কুচিলার গোয়ালাপাড়ায় সত্তর বছরের বৃদ্ধকে মারধর, উত্তেজনা

Spread the love

হাইলাকান্দি নির্বাচনি শাখার কর্মচারী মানিক গোয়ালা সহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা!

সিপ্রীয়ান ডায়াসের রিপোর্ট, হাইলাকান্দি : জমি সংক্রান্ত বিবাদ নিয়ে হাইলাকান্দি জেলার কুচিলার গোয়ালাপাড়া এলাকায় সত্তর বছরের এক বৃদ্ধকে বেধরক মারধর করা হয়।

হাইলাকান্দি ডিসি অফিসের নির্বাচন শাখার চতুর্থ শ্রেণীর কর্মচারী মানিক গোয়ালা সহ মোট সাতজনকে অভিযুক্ত করে হাইলাকান্দি সদর থানায় মামলা।

এলাকায় তীব্র চাঞ্চল্য।

গোয়ালাপাড়া এলাকার নিগৃহীত ৭০ বছরের বৃদ্ধ সুগ্ৰিম গোয়ালা জানান, ১৯৭৯ সালে তার স্বর্গীয় পিতা মহেশ গোয়ালা মাটিজুরি পাইকান জিপির বাসডহর প্রথম খন্ডের ১ বিঘা জমি এলাকার জনগণের স্বার্থে জনকল্যাণ এমই স্কুলের জন্য দান করেন।

 তিনি জানান দান করা এই জমির উপর কয়েক বছর স্কুল ছিল, কিন্তু পরে কোন এক কারণে স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়।

এরপর স্কুলের জন্য দান করা জমির একটি ফেইক ডকুমেন্টের মাধ্যমে তার জ্যাঠাতো ভাই বিশ্বনাথ গোয়ালা এবং কাশিনাথ গোয়ালা চক্রান্তমূলকভাবে ডিসি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী মানিক গোয়ালার কাছে অবৈধভাবে বিক্রি করে দেয়।

কিন্তু সুগ্ৰীম গোয়ালা অভিযুক্ত মানিকের কাছে তার পিতার স্কুলের জন্য দানকৃত জমিন ফিরিয়ে দিতে বললে সে ৮ আগস্ট মঙ্গলবার সকালে আপোস মীমাংসার জন্য নিজের ঘরে নিয়ে একটি কামরায় বেঁধে রেখে তার সহযোগীরা মিলে বেধরক মারপিট করে।

 হাল্লা চিৎকার শুনে নিগৃহীত সুগ্ৰীমের পুত্র ইন্দ্রজিৎ গোয়ালা, সম্পর্কিত ভাই দীলিপ গোয়ালা সহ প্রতিবেশীরা ছুটে এলে পরে অভিযুক্ত মানিক তাকে ছেড়ে দেয়।

এই ঘটনার পর নিগৃহিত সুগ্ৰিম গোয়ালা হাইলাকান্দি সদর থানায় ডিসি অফিসের নির্বাচন শাখার চতুর্থ শ্রেণীর কর্মচারী মানিক গোয়ালা, বিক্রম গোয়ালা, শিবশঙ্কর গোয়ালা, মুরলীধর গোয়ালা সহ মোট সাতজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

সুগ্ৰিম আজ সাংবাদিকদের ডেকে ন্যায় পাওয়ার জন্য অভিযুক্ত মানিক গোয়ালা সহ তার সঙ্গিদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্ৰহনের দাবী জানান। তিনি এব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দি জেলা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেন।  

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token