ধলাই প্রতিনিধি : দুষ্কৃতিদের ধাঁরালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে গৌহাটির একটি চিকিৎসা কেন্দ্রে শয্যাশায়ী বিজেন সিংহ এবং প্রসান সিংহ নামের দুই যুবক।
ঘটনাটি ঘটেছে গত ২৩ জুলাই রাত আনুমানিক সাতটায় মধ্য ধলাইর জারইলতলা বাজারে।
এদিন দুষ্কৃতিদের ধাঁরালো অস্ত্রের আঘাতে বিজেন সিংহ ও প্রসান সিংহের হাত কেটে প্রায় দু টুকরো হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় দুজনকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
কিন্তু আঘাত গুরুতর থাকায় ২৪ জুলাই উভয়কে গৌহাটির এপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় জারইলতলা বাজারের তম্বি সিংহ একই গ্রামের বিপিন মাল এবং মথুরাপুরের অভি মালকে অভিযুক্ত করে ২৪ জুলাই ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার ধলাই থানার সিআই মনুজ বরা এক অভিযান চালিয়ে বিপিন মাল ও অভি মালকে গ্রেফতার করছেন।
অপরদিকে বুধবার জীবনগ্রাম জিপি সভাপতি ফুলকুমার রায়, এপি সদস্য সঞ্জয় কৈরি এবং জীবনগ্রামের মৈরা পাইবির সম্পাদিকা প্রমিলা সিংহের নেতৃত্বে দুই শতাধিক জনগন মিছিল করে ধলাই থানায় গিয়ে বিপিন মাল ও অভি মালের কড়া শাস্তির দাবি জানান।
তারা বলেন অভি ও বিপিন আগেও বহুবার অনেক নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে।