তদন্তের আওতায় বদরপুর শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
বদরপুর, প্রতিনিধি : বদরপুর শ্রীগৌরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ আগস্ট স্বাধিনতা দিবসের একদিন আগে ১৪ আগস্ট জাতিয় পতাকা উত্তোলন করে ফ্যাসাদে পড়লেন কর্তৃপক্ষ।
স্থানীয়দের সতর্কতা এবং সরকারের নির্দেশের চরম অবহেলা করে দেশের পতাকা ও সংবিধানের প্রতি অসম্মান দেখানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এখন তদন্তের আওতায় রয়েছে।
জানাগেছে যে স্থানীয় সচেতন নাগরিক বিষয়টি নিয়ে করিমগঞ্জের জেলা কালেক্টরের কাছে অভিযোগ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে এই বিদ্যালয়টি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়।
কিন্তু আশ্চর্যজনকভাবে ১৫ আগস্ট ত্রিবর্ণ পতাকা উত্তোলন না করে ১৪ আগস্ট উত্তোলন করা হয়।
এমনকি স্বাধীনতা দিবসের দিন বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন না।
স্থানিয়রা জানান, আমরা শ্রাদ্ধাঞ্জলি দিতে এসে দেখি আমাদের জাতীয় পতাকা আগেই ১৪ আগস্ট রাতে উত্তোলন করা।
তাঁরা জানান, মুক্তিযোদ্ধাদের প্রণাম জানাতে এবং প্রদীপ জ্বালাতে এসে দেখতে পান জাতীয় পতাকা আগে থেকেই ছিল। প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করে চাপা দেয়ার অনুরোধ করেছেন বলেও অভিযোগ করেছেন এলাকার সংশ্লিষ্ট এলাকাবাসী।