করিমগঞ্জ চুরাইবাড়ি চেকপোস্টে ফের জব্দ ৫৯৪ কেজি গাঁজা, দারুন কাজ : মুখ্যমন্ত্রী

Spread the love

করিমগঞ্জ প্রতিনিধি : রাজ্যের করিমগঞ্জ জেলায় আসাম পুলিশ বুধবার ৫৯৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এই বৃহৎ পরিমানের গাঁজা ৫৮টি পেকেটে গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রাখা হয়েছিল।

করিমগঞ্জ জেলার পুলিশ চুরাইবাড়ি চেকপোস্টে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে আসা একটি গাড়িকে আটক করে গোপন চেম্বারে লুকানো ৫৮টি প্যাকেট ৫৯৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

মুখ্যমন্ত্রী শর্মা তাঁর মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এ লিখেছেন দারুন কাজ।

এই মাসের শুরুতে রাজ্যে অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে আসাম পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখে তিনসুকিয়া জেলার অন্তর্গত দাহোতিয়াচুক থেকে ১২৫.৫৭ গ্রাম হেরোইনও জব্দ করেছে।

পুলিশ তিনসুকিয়ার দহোতিয়াচুকের একটি ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে এবং জড়িত দুই মহিলা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।

দশটি বাক্সে রাখা ছিল এই হেরোইন।

অভিযানের নেতৃত্বে দেন এএসপি ক্রাইম মঈদুল ইসলাম ও তিনসুকিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরাগ জ্যোতি বুধগোহাই।  পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া হেরোইনের চালানটি ডিমাপুর থেকে ট্রেনে করে আনা হয়েছিল যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token