রতনপুরে নৌকা দৌড় প্রতিযোগিতা, বিজয়ী বড়হাইলাকান্দির জলপরী নৌকা

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব হাইলাকান্দির রতনপুর বাজার সংলগ্ন কাটাখাল নদীতে প্রতি বছরের ন্যায় এবারও এক বিরাট নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রতনপুর যুব পরিষদের উদ্যোগে আয়োজিত নৌকা দৌড় প্রতিযোগিতায় দশটি প্রতিযোগী দল অংশগ্রহণ করে।

নির্ধারিত কার্যসূচি অনুযায়ী ‘এ’ এবং ‘বি’ দুটি গ্ৰুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ‘এ’ গ্ৰুপে বিজয়ী হয়ে প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা ও ট্রফি লাভ করে বড়হাইলাকান্দি জলপরী নৌকা।

‘বি’ গ্ৰুপে বিজয়ী হয়ে নগদ দশ হাজার টাকা পুরস্কার লাভ করে কাটাখালের নয়নমণি নৌকা।

এছাড়াও উভয় গ্ৰুপের মধ্যে আরও দুটি টিম দ্বিতীয় স্থান লাভ করে‌।

তাদেরকেও নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

এদিন সন্ধ্যায় এ উপলক্ষে রতনপুরের স্থানীয় বিশিষ্ট সমাজসেবী আব্দুল কালাম লস্করের পৌরহিত্য এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

‘এ’ গ্ৰুপের বিজয়ী জলপরী নৌকার ক্যাপ্টিনের হাতে প্রথম পুরস্কার তুলে দেন হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রীর প্রতিনিধি তথা অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুক আহমদ বড়ভূইয়া।

‘বি’ গ্ৰুপের বিজয়ী টিম নয়নমণি নৌকার ক্যাপ্টিনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের মূখ্য অতিথি আলগাপুর-মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর।

অন্যান্যা টিমের ক্যাপ্টিনের হাতে পুরস্কার তুলে দেন রতনপুর জিপির সভাপতির প্রতিনিধি আব্দুর রহমান মজুমদার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাকির হোসেন লস্কর, বিএসএস ক্লাবের সম্পাদক আলিম উদ্দিন বড়ভূইয়া, প্রাক্তন জেড পি এম কামরুল ইসলাম বড়ভূইয়া, সমাজসেবী শহিদুল আলম লস্কর, কৃষক মুক্তির জেলা সম্পাদক আমির হোসেন মজুমদার, সমাজ সেবী আলতাফ হোসেন বড়ভূইয়া প্রমুখ।

এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন শহিদুল ইসলাম লস্কর। আমন্ত্রিত অতিথিরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্ৰহণকারী প্রতিটি টিম ও দর্শক সহ আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token