তৌফিক খান, মার্গেরিটা : দিহিং সংখ্যালঘু জনগণের সহযোগিতায় বৃহস্পতিবার কেন্দ্রীয় মার্গেরিটা মুসলিম কমিটি মাদকের বিরুদ্ধে একটি সচেতনতামূলক সভার আয়োজন করে।
অবৈধ মাদক সম্পর্কে সংখ্যালঘুদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন মার্গেরিটা এলাকার বিশিষ্ট সমাজসেবক ও কেন্দ্রীয় মার্গেরিটা মুসলিম কমিটির সেক্রেটারি তৌফিক খান।
খান বলেন, মাদক একটি সুন্দর জীবনের পাশাপাশি একটি ঘরও ধ্বংস করে। তাই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সহযোগিতা করা প্রয়োজন।
তাই কেন্দ্রীয় মার্গেরিটা মুসলিম কমিটি আগামী দিনে অবৈধ মাদকের ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও মার্গেরিটা পল্লী থানা কমিটির সহ-সম্পাদক আব্দুল আলিম।
আলীম বলেন, মাদক বর্তমানে মার্গেরিটা এবং এর শহরতলিতে মহামারী আকার ধারণ করেছে।
এ অবস্থা চলতে থাকলে কয়েক দিনের মধ্যে প্রতিটি ঘরে ঘরে মাদকাসক্ত হয়ে পড়বে।
তাই শিক্ষা ও সমাজের সর্বক্ষেত্রে ক্ষতিসাধনকারী মারাত্মক অবৈধ মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সচেতনতামূলক সভায় কেন্দ্রীয় মার্গেরিটা মুসলিম কমিটির একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সভায় মার্গেরিটা থানার সহকারী পুলিশ অফিসার অশোতোষ সরকার সহ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।