লোকসভা নির্বাচন-২০২৪
মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দলে উড়ে এসে জুড়ে বসা কাউকে প্রার্থী মানবোনা, সর্বশক্তি প্রয়োগ করে প্রতিহত করব।
মঙ্গলবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্করের পৌরহিত্যে আয়োজিত সৌজন্য সাক্ষাৎকার সভায় উপস্থিত হয়ে এভাবেই হুংকার দেন করিমগঞ্জ সংসদীয় আসনের কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশীদ চৌধুরী (শামীম)।
তিনি বলেন, কংগ্রেসের দুর্দিনে যারা দলের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, প্রথমে তাদেরকে দল প্রাধান্য দিতে হবে।
অন্য দল থেকে এসে কংগ্রেসের খাতায় নাম তুলে দলীয় মনোনয়নের জন্য দাবি করা উচিত নয়।
শামীম বলেন, কংগ্রেসের দরজা সবসময়ই খোলা আছে, কেউ দলে আসলে তাকে সাদরে গ্রহন করবে কংগ্রেস।
কিন্তু যোগদান করে কমপক্ষে তিন থেকে চার বছর দলের হয়ে কাজ করে তাকে প্রথমে কংগ্রেস কার্যালয়ের দরজা জানালা পরিচয় করার পরামর্শ দেন আমিনুর রশীদ চৌধুরী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা আমিনুর রশীদ চৌধুরী (শামীম) বলেন, বর্তমানে বরাক উপত্যকা সঠিক নেতৃত্বের অভাবে।
ডিলিমিটেশনের মাধ্যমে বরাকবাসী দুটি বিধানসভা সমষ্টি হারিয়েছে।
এআইইউডিফ নামের বিরোধী রাজনৈতিক দল শাসক দল বিজেপির মূল টিম হয়ে কাজ করছে।
আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় মনোনয়ন লাভ করলে সকলের সহযোগিতা কামনা করেন আমিনুর।
দল প্রবীন কংগ্রেস কর্মীদের মধ্যে থেকে যে কাউকে প্রার্থী করলে তিনি তাঁর সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি হিরালাল দত্ত পুরকায়স্থ, গিয়াস উদ্দিন লস্কর, আলিম উদ্দিন বড়ভূইয়া, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, মনোজ মোহন দেব, সাগির আহমেদ লস্কর, আব্দুল মুবিন বড়ভূইয়া, আব্বাস উদ্দিন লস্কর, প্রীতম দাস, সারিম সদিওল, মুখপাত্র আইনজীবী রুকন উদ্দিন লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা প্রমুখ।