৩৭ নং জাতীয় সড়ককে কোরিডোর হিসাবে ব্যাবহার করে আসছে চোরাকারবারিরা
অসীম রায়, লক্ষীপুর : জিরিঘাট পুলিশ নিয়মিত নাকা চেকিং-এর সময় মনিপুর থেকে শিলচর অভিমুখে আসা এন এল ০১ এ বি ৭৬৯৭ নাম্বারের একটি লরি থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে ৪০ বস্তা বার্মিজ সুপারী।
সঙ্গে সঙ্গে বার্মিজ সুপারীর লরি সহ চালককে গ্রেপ্তার করে জিরিঘাট থানায় নিয়ে যায় পুলিশ।
লরি চালকের নাম সিরাজ উদ্দিন, বাড়ি কালাইনে।
দীর্ঘদিন ধরে শিলচর ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়কটি চুরা কারবারীদের কোরিডোর হিসাবে ব্যবহার হয়ে আসছে।
এই সড়ক পথে ড্রাগস, সুপারী সহ বিভিন্ন অবৈধ জিনিষ পাচার করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়েছে অনেক অবৈধ কারবারি। বিভিন্ন সময় জিরিঘাট পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠলে বুধবার তল্লাশি চালিয়ে বার্মিজ সুপারীসহ চালককে আটক করার পর প্রসংশা করেছেন স্থানীয় জনগনl