দুর্লভছড়া, করিমগঞ্জ, ১৩ ডিসেম্বর : দুর্লভছড়া চরগোলা ভ্যালি পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী রজতজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়েl
পরিচালনা সমিতির সভাপতি মৃণাল কান্তি সিনহার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় ফেব্রুয়ারীতে রজতজয়ন্তী বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছেl
প্রধান অতিথি হিসাবে রাজ্যের শিক্ষা মন্ত্রী ডাঃ রনোজ পেগু অথবা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা করিমগঞ্জের অভিবাবক মন্ত্রী পীযূষ হাজারিকাকে আমন্ত্রন জনানো হবেl
তাদের নিশ্চয়তা পাওয়ার পরই রজতজয়ন্তী বর্ষ উদযাপনের তারিখ ঘোষনা করা হবেl
বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপনের জন্য রাতাবাড়ীর বিধায়ক বিধায়ক বিজয় মালাকারকে সভাপতি এবং প্রনব মূখার্জিকে সম্পাদক প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে।
রজতজয়ন্তী উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-মূখ্য আহ্বায়ক রাজেন্দ্র প্রসাদ বারৈ, আহ্বায়ক রামকুমার ঘোষ, কোষাধ্যক্ষ নির্মল মূখার্জি, সহ-সম্পাদক দীপন সিনহাl
প্রধান পিষ্টপোষক করা হয়েছে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহকেl
এদিন বিভিন্ন সাব কমিটিও গঠন করা হয়l সাব-কমিটিগুলোতে স্বাক্ষর করেন বিদ্যালয়ের অধ্যক্ষ তথা কেন্দ্রীয় কমিটির মূখ্য সংযোজক দেবাশীষ সিনহা l
প্রেস ও পাব্লিসিটি সাব-কমিটির সভাপতি হয়েছেন অংশুমান পাল, আহ্বায়ক সুপ্রিয় পাল এবং সদস্য হয়েছেন শচীন্দ্র শর্মা, তাপস পাল ,তপু রাজকুমার ও সিদ্ধার্থ নাথ l
সাংস্কৃতিক সাব-কমিটির কনভেনার হয়েছেন প্রদীপ চন্দ্র দাস, ফুড সাব কমিটির সভাপতি হয়েছেন বি,এস দ্বিবেদী ও আহ্বায়ক হয়েছেন নির্মল কুমার সিনহা l
রিসিপশন সাব- কমিটির সভাপতি হয়েছেন বিকাশ রঞ্জন কালোয়ার, আহ্বায়ক টিঙ্কু মালা ও সহকারী আহ্বায়ক হয়েছেন বিকি সিনহাl
ডেকোরেশন সাব-কমিটির সভাপতি হয়েছেন মৃণাল কান্তি সিনহাl সিভিপি এইচএস স্কুলে রজতজয়ন্তী উদযাপনের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক-প্রধান প্রনব মূখার্জি, শামকুমার সিনহা, শ্যামধর দ্বিবেদী, শুভেন্দু দাস, চন্দন পাল, অংশুমান পাল, চন্দ্রকান্ত সিনহা, জগানন্দ সিনহা, কমলাকান্ত যাদব, হেমচন্দ্র চ্যাটার্জি ও মনোরঞ্জন সিনহাl