রূপহাটী : বিজেপির কাৰ্যালয়ে বসেছে সরকারী চাকরীর বাজার, টাকার উঠেছে জোয়ার, ভক্তগন গড়েছে টাকার পাহাড়, তথাপি নাই মামার কানসার! এই শ্লোগান রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের।
চাকরীর নামে বিজেপির নেতা কর্মীরা অর্থ সংগ্রহের সংবাদ ধারাবাহিক ভাবে সম্প্রচারের পর এই শ্লোগান তুলেছে আসাম প্রদেশ কংগ্রেস।
আসাম প্ৰদেশ কংগ্ৰেসের নির্দেশে প্রতিটি বিধানসভায় বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদী কাৰ্যসূচী গ্রহন করেছে।
একই ভাবে জুরিয়ায় বিধায়ক নুরুল হুদার উপস্থিতিতে বিজেপির বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত করেছে কংগ্রেস।
বিজেপি নেত্ৰী ইন্দ্ৰানী তহবিলদারের বাসগৃহ থেকে চল্লিশের অধিক পরীক্ষার্থীর প্রবেশপত্র বেরিয়ে আসায় রূপহাটীর বিধায়ক নুরুল হুদা তীব্র আক্রমণ করেছেন স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতায় আসা বিজেপিকে।
স্বচ্ছ নিযুক্তির নামে চাকরীর ব্যবসার প্ৰমাণ বেরিয়ে আসার পর রাজ্যের বিজেপি সরকারের শাসন ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেছেন রূপহাটীর বিধায়ক নুরুল হুদা।