সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার কুচিলায় সিআরপিএফ-এর ডি-১০ ব্যাটেলিয়ন ক্যাম্পে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়।
সিআরপিএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অন ডিউটি রাজু রাভা, বড়বন্দ জিপির ৫ নং গ্রুপ সদস্য জয়ব্রত রায় সহ স্থানীয় নাগরিক বিমল দাস জানান দীর্ঘ দশ বছর ধরে হাইলাকান্দি জেলার কুচিলার এই ক্যাম্পে ধর্মীয় মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়ে আসছে।
তারা জানান যে জন্মাষ্টমীর পূজো মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে শুরু হয় এবং পরের দিন দুপুর বারোটা অবধি পুজো অনুষ্ঠান চলে।
এরপর দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে প্রসাদ বিতরণ।
এদিন কুচিলার সিআরপিএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এন ডি সিং পূজো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় দুই হাজারেরও অধিক দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়।
স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীদেরও এই সিআরপিএফ ক্যাম্পে এসে মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা গেছে। এখানে উল্লেখ্য যে দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে সিআরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এন ডি সিংকে উত্তরীয় সংবর্ধনা প্রদান করা হয়।