ব্যুরো রিপোর্ট : ডুংরি সেতু পরিদর্শন করে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া (সাজুকে) ফের আক্রমণ করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর।
জালিয়াতির অভিযোগ এনে আইনের দরজায় খটখটিয়েও এক সময়ের বন্ধু আজকের চির শত্রু এআইইউএফ-এর বিধায়ককে বাগে আনতে পারেননি সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল।
তাই এবার রাজনীতির ময়দানে ধরাশায়ী করতে কোমর কষেছে মাঠে নেমেছেন আমিনুল।
ডুংরিপার সেতু পরিদর্শন করে সোনাইর বিধায়ককে সাজুকে আক্রমণ করে আমিনুল বলেন, কয়েক মাস পর সমষ্ঠিতে এসে সকল কাজের কৃত্রিত্ব নিতে চাইছেন।
তিনি বিধায়ক সাজুকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি কৃত্রিত্ব নিতে হয় তাহলে ডিলিমিটেশনে বাইপাসের ডিসি অফিসস্থল সোনাই থেকে বড়খলায় চলে গেছে সেটা ফিরিয়ে এনে কৃতিত্ব নিন।
তিনি এসব বড় বড় প্রকল্প কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার থাকায় বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে দাবী করেন।
ডুংরিপার সেতু পরিদর্শনে প্রাক্তন বিধায়ক আমিনুলের সঙ্গে ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই সহ অন্যান্যরা।