মাদ্রাসা ছাত্র হত্যাকারীর শাস্তির জন্য আইনি প্রক্রিয়ার খরচ যোগাবে আরএফ এডুকেশন্যাল ফাউণ্ডেশন

Spread the love

হিবজুর রাহমান বড়ভূইযা : ধলাইর হাওয়াইথাং –এর মাদ্রাসা ছাত্র রাজিমুল হত্যাকাণ্ডের অভিযুক্ত মহসিন রহমান খানকে কঠোর শাস্তি প্রদান করতে আইনি প্রক্রিয়ার খরচ বহন করবে সোনাইর আরএফ এডুক্যাশন্যাল ফাউন্ডেশন।

শুক্রবার ফাউন্ডেশনের স্বত্বাধিকারী আওলাদ হুসেন লস্কর (রিংকু) রাজিমুলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে রাজিমুলের বাবাকে এই আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য গত ১৩ আগষ্ট ধলাইর হাওয়াইথাং মাদ্রাসা থেকে উদ্ধার হয় এক নাবালক ছাত্রের গলা কাটা মৃত দেহ।

এরপর সেই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত কালাইন এলাকার বাসিন্দা হাফিজ মহসিন রহমান খানকে গ্রেপ্তার করে পুলিশ হাজতে পাঠায়।

মহসিন রহমানের ফাঁসির দাবি জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।

এবার রাজিমুলের হত্যাকারীকে কঠোর শাস্তি দিতে সবরকমের আইনি খরচ বহন করার কথা জানান রিংকু।

রিংকু লস্করের এই পদক্ষেপকে সাধুবাদ জানান সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাপন বড়ভুইয়া, শাহ আলম, মৌলানা আব্দুল খালেক প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token