ব্যুরো রিপোর্ট, বড়খলা : আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন বড়খলার সোনাপুর জিপির ১নং ও ৩নং গ্রুপের জনসাধারণ।
কাছাড় জেলার বড়খলা বিধানসভার সোনাপুর জিপির ১নং ও ৩নং গ্রুপের প্রায় ৩২টি পরিবারের মানুষ গ্রামীণ রাস্তার অভাবে গৃহবন্দি হয়ে জীবনযাপন করছেন।
তাই ক্ষুব্ধ হয়ে তারা গণআওয়াজ-এর দারস্থ হয়ে জানান, এক বাড়ি থেকে অন্যবাড়ি যাতায়াত করতে হলে নৌকার মাধ্যমে যাতায়াত করতে হয়।
সন্তানদের লেখাপড়া করার জন্য বিদ্যালয়ে যেতে পারছে না। এছাড়া তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিশুদ্ধ জল, অরুণদের প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এমনকি রাস্তাঘাট থেকে বঞ্চিত।
তাই আগামী নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার জনগণ।
ভোট আসলেই নেতাদের প্রতিশ্রুতির অভাব হয়না, কিন্তু ভোট শেষ হয়ে গেলে জনগণকে বুড়ো আঙ্গুল দেখান।
তাই তারা একত্রিত হয়ে এলাকার স্বার্থে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা ও আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন সাবির হোসেন, আবুল হোসেন চৌধুরী, হাজির আলী, কামাল হোসেন চৌধুরী,আবুল হোসেন চৌধুরী, তাজ উদ্দিন, নুরানা বেগম, লীলা বেগম, আতরজান বিবি, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম প্রমুখ।